সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আ’লী‌গের অ‌ফিস সহকারীর চি‌কিৎসায় ২ লাখ টাকা দি‌লেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যাল‌য়ের অ‌ফিস সহকারী বিষ্ণু কর্মকারের (৬০) চি‌কিৎসার জন্য দুই লাখ টাকা অনুদান দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জুলাই) বিকেলে এ অনুদা‌নের চেক তু‌লে দেন রাজবাড়ী জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলীসহ দলীয় নেতাকর্মীরা।

এম‌পি কাজী কেরামত আলী ব‌লেন, হার্টের সমস্যায় ভুগছেন তা‌দের দলীয় কার্যালয় দেখাশোনাকারী বিষ্ণু কর্মকার। তার চি‌কিৎসার জন্য এর আগে দল থেকে দুই লাখ টাকা দেওয়া হ‌য়ে‌ছে। পরবর্তী‌ সময়ে সাহায্য চে‌য়ে প্রধানমন্ত্রীর কা‌ছে আবেদন করেন। সেই আবেদ‌নের পরিপ্রেক্ষি‌তে প্রধানমন্ত্রীও তা‌কে আরও দুই লাখ টাকা দি‌য়ে‌ছেন। সেই অনুদা‌নের চেক তার হা‌তে তু‌লে দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী লী‌গ কার্যাল‌য়ের অ‌ফিস সহকারী বিষ্ণু কর্মকার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে ব‌লেন, ‘প্রধানমন্ত্রী যে আমাকে চি‌কিৎসার খরচ দে‌বেন সেটা আমি কল্পনাও করিনি। ওপরওয়ালা ওনা‌কে দীর্ঘদিন বাঁ‌চি‌য়ে রাখুক এই দোয়া ক‌রি।’

এসময় জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি হেদা‌য়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক স‌ফিকুল ইসলাম, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি রমজান আলী খান, পৌর আওয়ামী লী‌গের সভাপতি উজির আলী, জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি হা‌ফিজুর রহমান হা‌ফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ