মেহেরপুরে পারিবারিক কোলাহলের জের ধরে মুজিবনগরের নাজিরিকনা গ্রামে ও গাংনীর দেবিপুর গ্রামে দুই জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতারা হলো- মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের সেদু মালের ছেলে জানালী মাল (৬০) ও গাংনী উপজেলার দেবিপুর গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পানশুনা খাতুন (৬৫)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মুজিবনগরের নাজিরাকোনা গ্রামের জানালী মাল দীর্ঘ দিন বেকার থাকায় ছেলেদের সাথে বিরোধ হয়। এ কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গাংনী উপজেলার দেবিপুর গ্রামের পানশুনা স্বামী ও সন্তানের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।