চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ ইব্রাহীম ওরফে মো. শফিক (২৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফিক কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী মরাগাছ তলা ১২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জেল রোড এলাকায় অভিযান চালিয়ে শফিক নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে মহানগর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি।