ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. প্রকৌশলী আবদুস সবুর বলেন, পাহাড় আর নদীর সঠিক ব্যবহার করতে পারলে কুমিল্লা হবে বাংলাদেশের মডেল সিটি। কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনেও রোল মডেল। কুমিল্লাকে আরও আধুনিকায়ন করতে পারলে মানুষ ঢাকা নির্ভর না হয়ে কুমিল্লামুখী হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র (আইইবি) কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে বুধবার (২৬ জুলাই) কুমিল্লায় আইইবির অডিটোরিয়ামে ‘বৈদ্যুতিক ত্রিচক্রযানের চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সবুর বলেন, ত্রিচক্রযানের ক্ষতিকর দিক হলো ব্যাটারির মার্কারি ব্যবহার করা যায় না, ফলে প্রকৌশলীরা আরও উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে ত্রিচক্রযানকে অভিশাপ নয় বরং আশীর্বাদ করতে হবে।
তিনি আরও বলেন, কুমিল্লা শহর ঢাকা চট্টগ্রামের পাইপলাইন। কুমিল্লা শহরকে স্মার্ট ও আধুনিক করলে সারাদেশ এর সুফল ভোগ করবে। পাহাড় আর নদীর অপূর্ব সমন্বয় এ কুমিল্লা।
প্রকৌশলী আবুল বাসারের সভাপতিত্বে ও প্রকৌশলী মীর ফজলে রাব্বির সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবির কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী রহমতুল্লাহ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. জিয়াউর রহমান খান এবং আলোচক ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জি পি চৌধুরী।
এসনময় আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীরাসহ কুমিল্লার প্রকৌশল প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।