খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, সরকারের পদত্যাগ ছাড়া বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
অপরদিকে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে। বিক্ষোভ মিছিলে মহিলা লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট আশুতোষ চাকমা, নীলউৎপল খীসা চন্দন সাহা প্রমুখ। বক্তারা বলেন, দেশে আশান্তি সৃষ্টি করছে বিএনপি জামায়াত।
এদিকে পাল্টপাল্টি মিছিল ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।