বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফেলে যাওয়া বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করেছেন। মাদককারবারিরা ইয়াবাভর্তি বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানিরছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাতে একটি ফিশিং বোট সমুদ্র থেকে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানিরছড়া ঘাটে আসে এবং ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়।

বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত