মাদারীপুরে ২০২২-২৩ অর্থবছরে জেলায় কর্মরত ৫২৯ জন গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ পোশাক ও সরঞ্জামাদি বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পল্লব কুমার হাজরা, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাইনউদ্দিন, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)সেবক মন্ডলসহ ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সদস্যরা। প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের খাকি রং এর ফুলপ্যান্ট- ২টি, নীল রঙের ফুলহাতা শার্ট ১টি, নীল রঙের হাফহাতা শার্ট ১টি, জুতা ১ জোড়া, মোজা ১ জোড়া এবং উন্নতমানের ১টি করে বেল্ট প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক গ্রাম পুলিশর সঠিক ভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অনেক মামলা নিস্পত্তি হচ্ছে।
অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে আনন্দিত গ্রাম পুলিশরা।