বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শোকের মাস তাই ফুল গ্রহণ করেননি ডিসি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

চান্দিনায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান। তবে শোকের মাস বলে শুভেচ্ছায় দেওয়া ফুল গ্রহণ করেননি।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপশ শীলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া।

এর আগে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান চান্দিনায় পৌঁছলে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে যান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মীরা। এ সময় তিনি শোকের মাস আগস্ট এর কথা উল্লেখ করে কোনো ফুল গ্রহণ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দিন খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান, নাজনীন আক্তার, জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক আইচ, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আবদুল হাই, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসারুজ্জামান প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ