রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

এক দশকের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ পপুলার লাইফের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ৫:১৪ পূর্বাহ্ণ

এক দশকের মধ্যে এবার সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৩ টাকা ৮০ করে পাবেন। ২০১২ সালের পর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এত কম লভ্যাংশ আর দেয়নি।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর। অর্থাৎ ওই দিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী পপুলার লাইফ ২০২২ সালের সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৮০ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৯ টাকা ২১ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না।

এর আগে ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬ এবং ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৪ ও ২০১৩ সালে ৪০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় এ জীবন বিমা কোম্পানিটি। আর ২০১২ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

সর্বশেষ - সারাদেশ