জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১৫ আগস্ট) এসব কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত, শোক দিবসের আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট ) বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সকালে থাকছে আলোচনা সভা। সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বেলা সাড়ে ১১টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন।