শনিবার , ১৯ আগস্ট ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আসছে পড়শীর নতুন গান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ১৯, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন। গানটির শিরোনাম হচ্ছে ‘ওড়ে মন’।

পড়শীর এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে তার নিজের ইউটিউব চ্যানেল থেকে। আগামী মাসের ৭-৮ তারিখের দিকে পড়শীর ভক্ত-অনুরাগীরা গানটি উপভোগ করতে পারবেন বলে পড়শী জাগো নিউজকে জানিয়েছেন।

jagonews24

এ প্রসঙ্গে পড়শী জাগো নিউজকে বলেন, ‘গানটির সব কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে এটি সম্পর্কে বিস্তারিত বলতে চাইছি না। সবার জন্য চমক রাখতে চাইছি। গানটি প্রকাশ হলেই সবাই বুঝতে পারবেন চমকটি কেমন! তবে এতটুকু বলতে পারি শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছেন।

এদিকে পড়শী কিছু দিন আগে জানিয়েছিলেন, প্রতি মাসে একটি করে গান প্রকাশ করবেন। প্রতি মাসে একটি করে গান প্রকাশ প্রসঙ্গে জাগো নিউজকে পড়শী বলেন, আমার প্রিয় শ্রোতাদের কথা মাথায় রেখেই এখন থেকে প্রাতি মাসে নতুন গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

পড়শী আরও বলেন, প্রতি মাসের শুরুর দিকেই গানগুলো প্রকাশের কথা চিন্তা করেছি। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে। শ্রোতারা নতুন নতুন গান পাবেন।

jagonews24

গানের পাশাপাশি পড়শী নাটকেও তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরই মধ্যে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া পড়শী উপস্থাপনাতেও বেশ খ্যাতি লাভ করেছেন। তিনি বর্তমানে জনপ্রিয় এফএম রেডিও স্টেশন ‘জাগো এফএম’-এ ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’-শিরোনামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।

সর্বশেষ - সারাদেশ