রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

স্ত্রীর পরকীয়ার বলি হলেন প্রবাসী স্বামী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ৫:০৩ পূর্বাহ্ণ

শরীয়তপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দুল্লাহ মৃধার (২৫) কাপড় কাটার ধারালো কাঁচির (কেচি) আঘাতে আলাউদ্দিন বেপারী (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আলাউদ্দিন বেপারী ওই এলাকার মকবুল হক বেপারীর ছেলে। অভিযুক্তর আব্দুল্লাহ মৃধা একই এলাকার ওবায়দুল্লাহ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। তার স্ত্রী রুমা আক্তার দুই ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করে আসছিলেন অভিযুক্ত আব্দুল্লাহ মৃধা। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে আলাউদ্দিন বেপারীর স্ত্রী রুমার সঙ্গে আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক মাস আগে আলাউদ্দিন বেপারী দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠার পর স্থানীয় মুরব্বীরা বিষয়টি মিটমাট করে দেন।

এরপরও আলাউদ্দিন বেপারী শনিবার রাতে আব্দুল্লাহ মৃধার সঙ্গে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে আব্দুল্লাহ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয় আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন বেপারীর স্ত্রী রুমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আমার একটি গোপন ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতো। সেই ছবিটি মোবাইলে পাঠালে আমার স্বামী আব্দুল্লাহর দোকানে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটেছে।

আলাউদ্দিন বেপারীর ছোট বোন তানজিলা আক্তার বলেন, আব্দুল্লাহ আর রুমা প্রেম করার বিষয়টি জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আব্দুল্লাহকে সর্তক করে দেওয়া হয়েছিল ওসব বিষয়ে আর না আগাতে। আমার ভাইকে শেষ পর্যন্ত মেরেই ফেললো ওরা। এ ঘটনায় অভিযুক্তদের ফাঁসি চাই।

এ বিষয়ে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্চ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, আলাউদ্দিন বেপারী নামে এক ব্যক্তিকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে আব্দুল্লাহর পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত