সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই পদত্যাগের দাবি তোলা হয়।
‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আইনজীবীরা রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। আইনজীবীদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ হবে, এটাও স্বাভাবিক। যখন কোনো আইনজীবী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে শপথ বাক্য পাঠ করবেন, তখন তিনি আগে কোন দলের রাজনীতি করেছেন, সব ভুলে যাবেন। এটাই হলো আইনের বিধান, সংবিধানের বিধান।’
বিচারপতিরা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লে দেশে আইনের শাসন থাকে না উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘আজকের দিনে যা দেখছি, তাতে বিচারব্যবস্থা প্রায় ধ্বংসের অবস্থায় চলে এসেছে। বিচারপতিরা যদি রাজনীতির সঙ্গে জড়িয়ে যান, তাহলে সেখানে আর রাজনীতি থাকে না, বিচারব্যবস্থা থাকে না, আইনের শাসন থাকে না।’
জয়নুল আবেদীন বলেন, ‘এখন যে আইনজীবীরা আন্দোলন করছেন, তাঁরা চান বিচারব্যবস্থা যেন আগের অবস্থায় ফিরে যায়। যেসব বিচারপতি শপথ করে আজ বিচারকার্য পরিচালনা করছেন, তাঁরা যেন শপথ ভঙ্গ না করেন।’
প্রতিবাদ সমাবেশে সভাপতি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া। তিনি বলেন, ‘বিচারপতি হওয়ার আগে রাজনীতি করেছেন। এখন যদি আবার ইচ্ছা হয়, রাজনীতির মাঠে চলে আসুন। শপথ ভঙ্গ করবেন না।’ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, ‘বিচারপতিদের যাঁরা শপথবদ্ধ রাজনীতিবিদ দাবি করছেন, তাঁদের পদত্যাগ করতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা দিয়ে বিচার করলে সেই বিচার হবে প্রহসনের বিচার। বিচারের নামে হবে অবিচার।’
জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা ৫২ বছরের ইতিহাসে প্রথম দেখছি, উচ্চ আদালতে মঞ্চ তৈরি করে কয়েক দিন পরপর সভা-সমাবেশ শুরু হয়েছে। এটা আগে কখনো ছিল না।’ তিনি আরও বলেন, ‘যাঁরা ব্যক্তিস্বার্থে এগুলো করছেন, তাঁদের বলতে চাই, উচ্চ আদালতে অন্যায়-অবিচার করে রেহাই পাবেন না।’