বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চন্দ্রজয়ের সাফল্যে ভারতে খুশির জোয়ার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

চাঁদের মাটিতে অবতরণ করল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করে ইতিহাস গড়ল। চন্দ্রজয়ের সাফল্যে দেশটিতে খুশির জোয়ার বইছে।

বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।

এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।

চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপরই শুরু হয় উৎসব উদযাপন। ছোট্ট শিশু থেকে বড়রা, কেউই বাদ যায়নি। আনন্দের জোয়ার বয়ে যায় বয়স্কদের মাঝেও।

ইসরোর সাবেক প্রধান কে শিভান বলেন, আমরা অত্যন্ত উত্তেজিত। দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি অত্যন্ত খুশি।

 

সর্বশেষ - সারাদেশ