বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

স্টেশনে ট্রেন লাইনচ্যুত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ৫:৫৯ পূর্বাহ্ণ

রাজশাহী স্টেশনে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ৮ টা ১০ মিনিটে রহনপুর থেকে ছেড়ে আসা লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে।

এতে করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ আছে। এছাড়াও দুইটি লোকাল ট্রেন পথে আটকা পড়েছে। পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার আসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে প্রবেশের আগে লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির মোট চারটি চাকা লাইনচ্যুতি হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় কেউ হতাহত হননি। এরই মধ্যে ট্রেনটিকে উদ্ধার কারি ট্রেন রওনা দিয়েছে। আশা করছি দুপুর ১টার মধ্যে এটি উদ্ধার করা সম্ভব হবে। এই ঘটনায় দুটি লোকাল ট্রেন পথে আটকে পড়েছে। তবে রাজশাহী থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেন চালু আছে। শুধুমাত্র রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ লোকাল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করছি খুব দ্রুতই এটি চালু হবে।

সর্বশেষ - সারাদেশ