দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য এখনো ৭৩১টি আসন ফাঁকা রয়েছে। এসব শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য সময় বাড়িয়েছে সরকার। সোমবার তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৮ আগস্ট তারিখ বেসরকারি মেডিকেল কলেজসমূহের শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ৯ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।’
এতে আরও বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদান করা হবে ১২ সেপ্টেম্বর। প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। দ্বিতীয় নির্বাচনের এসএমএস প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর।
ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর।’ শিক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবেন।