সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ককবরক ভাষার জন্য লিপির দাবিতে ত্রিপুরায় ধর্মঘট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার শক্তিশালী ছাত্রসংগঠন টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ) আজ সোমবার বিভিন্ন অংশে ১২ ঘণ্টার ধর্মঘট ঘোষণা করেছে। ককবরক ভাষার জন্য রোমান লিপির দাবিতে ত্রিপুরার কিছু অংশে এই ধর্মঘটের ডাক দিয়েছে টিএসএফ। এই ধর্মঘট আজ সকাল ছয়টায় শুরু হয়েছে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টায়। ত্রিপুরা রাজ্যের হাতই কোটর, হেজামারা, বিশ্রামগঞ্জ, মনুঘাট ও চম্পকনগর এলাকায় ধর্মঘট পালিত হচ্ছে।

ককবরক ত্রিপুরার অন্তত ১৯টি জাতিসত্তার ভাষা। এটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। তবে এ ভাষার কোনো লিপি নির্দিষ্টভাবে এখনো তৈরি করা হয়নি। আর এর জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ত্রিপুরার বিভিন্ন জাতিসত্তার মানুষেরা দীর্ঘদিন ধরে করে আসছেন।

তাঁদের অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে টিএসএফ নেতারা ত্রিপুরার গণমাধ্যমকে জানিয়েছেন, ত্রিপুরা সরকার ককবরক ভাষার জন্য রোমান লিপি ব্যবহারের বিষয়ে দুই মাস আগে জমা দেওয়া একটি স্মারকলিপির উত্তর এখনো দেয়নি।

টিএসএফের সাধারণ সম্পাদক হামাল জামাতিয়া বলেছেন, ‘আমরা দুই মাস আগে রাজ্য সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর পাইনি।’

ধর্মঘটের কারণে ত্রিপুরার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ