শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি ঘোষণা যুবলীগের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ

চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

এ কর্মসূচি লোক দেখানো কার্যক্রম বা নামকাওয়াস্তে কর্মসূচি নয় উল্লেখ করে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। যেহেতু এখন ডেঙ্গু প্রায় মহামারি রূপ ধারণ করেছে, সচেতন নাগরিক হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে আমাদের। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি অন্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সহযোগিতা করতে হবে। তৃণমূলে নিয়ে যেতে হবে আমাদের এ কার্যক্রম।

jagonews24

তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় ঢাকাসহ সব মহানগরে ওয়ার্ডভিত্তিক কর্মসূচি হাতে নিতে হবে। আমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে পাড়া-প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে পারলে এ দুর্যোগ মোকাবিলা সম্ভব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মিরপুর-১০ নম্বর গোল চত্বরে (ফলপট্টি) যুবলীগ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা’ অভিযানে তিনি এ ঘোষণা দেন।

jagonews24

যুবলীগ চেয়ারম্যান বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা ও আবাসস্থল পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। এতে স্বল্প সময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাবো। মশা নিধনে একমাত্র উপায় হলো জনসচেতনতা। আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে।

যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে- জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টার, ই-পোস্টার প্রকাশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও প্রচার-প্রচারণা চালানো; ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা-উপজেলা-আসনভিত্তিক র্যালি করা; রক্তদান কর্মসূচি হাতে নেওয়া; কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে টেলিমেডিসিন টিম এবং প্রতিটি জেলা ও মহানগরে টেলিমেডিসিন টিম গঠন করা; সচেতনতামূলক ভিডিও বার্তা প্রচার করা; দেশের সব মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা।

jagonews24

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, হাবিবুর রহমান পবন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ