শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অর্থনীতিতে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম: অর্থমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘নলেজ পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এক সময় অর্থনৈতিক সূচকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না। এখন বিশ্ব আমাদের অসাধারণ বিপ্লবী দেশ বলে চেনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। এই তরুণদের যদি আমরা আইসিটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে এ অঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। ১৫ বছর আগেও দেশের স্বল্প শিক্ষিত তরুণ প্রজন্ম কর্মসংস্থানের জন্য যেখানে গার্মেন্টসসহ অন্যান্য শ্রমনির্ভর শিল্পের ওপর নির্ভরশীল ছিল, সেখানে বর্তমানে তারা আইটি শিল্পে নিজেদের ক্যারিয়ার গড়ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

সর্বশেষ - সারাদেশ