বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-রাশিয়া যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ভুক্তভোগী হচ্ছে, এ বিষয়ে রাশিয়ার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একটি ফরেন পলিসি আছে, সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা এটি খুব মেইনটেইন করি। আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের মূল লক্ষ্য যেকোনো বিষয়ে আলাপ-আলোচনা। আমরা আসিয়ানের ডায়ালগ পার্টনার। আমাদের হিসাব খুবই সহজ। আমরা চাই আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান।’

তিনি বলেন, ‘আজ আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। আজ আমাদের অলোচনার বিষয় ছিল রূপপুর পাওয়ার প্ল্যান্ট। আপনারা জেনে খুশি হবেন এটা যথাসময়ে শেষ হবে। আমাদের ইস্যু ছিল রোহিঙ্গা, তারা (রাশিয়া) সে ব্যাপারে আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। এ ব্যাপারে আমরা তাদের সহায়তা চেয়েছি।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা দুই দেশের (বাংলাদেশ ও রাশিয়ার) ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য বলেছি, আমাদের দেশে অনেক স্কোপ আছে। তারা বলেছে, তাদের দেশ থেকে আমরা এলএমজি আনতে পারি। আমরা শুল্কমুক্ত পণ্যের বিষয়েও আলোচনা করেছি। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছি। আমরা বলেছি আমরা যুদ্ধ চাই না, আমরা আলাপ-আলোচনা চাই। আমরা তাদের সে ব্যাপারে আমাদের অবস্থান জানিয়েছি।’

তিনি বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো আমাদের দেশে সফরে এসেছেন। আমাদের সঙ্গে রাশিয়ার বহু বছরের সম্পর্ক। আমাদের মুক্তিযুদ্ধে তারা সর্বাত্মক সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধের পরে দেশ গঠনে তারা আমাদের অনেক সহায়তা করেছেন। তাদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক।’

সর্বশেষ - সারাদেশ