শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্বাচিপের প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক হামলা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।

হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় তারা।

প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার বহিঃপ্রকাশ ঘটছে।

এতে বলা হয়, এ হামলার ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে একজন ইন্টার্ন চিকিৎসক এবং একজন মেডিকেল শিক্ষার্থী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর চিকিৎসাসেবা প্রদানকে কেন্দ্র করে স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

সর্বশেষ - সারাদেশ