সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ড. ইউনূসের মামলা প্রত্যাহার ও খাদিজার মুক্তি দাবি অ্যাডহক কমিটির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি।

সোমবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মো. মহসিন রশিদ এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, আইনজীবী কে এম জাবির, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মেহেদী ও খালেদ আহমেদ।

সিনিয়র আইনজীবী মো. মহসিন রশিদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আর আইনি যে বিষয়গুলো আছে সরকার যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে।

তিনি আরও বলেন, খাদিজাতুল কুবরার বিষয়ে আমি খুবই আশ্চার্য হয়ে গেছি। পৃথিবীর যেকোনো আদালত এ ধরনের মামলায় জামিন দেবেন বলে আমি বিশ্বাস করি। দেশের সর্বোচ্চ আদালত কীভাবে তার মামলা দীর্ঘ চার মাস মুলতবি করেছেন এটা বুঝে আসে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকার যাকেই প্রতিপক্ষ মনে করে তাকেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নির্যাতন-নিপীড়ন ও নিঃশেষ করার চেষ্টা করছে। সরকারের রোষানলে পড়ে এরই মধ্যে লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী ও প্রতিবাদী মানুষ হয়রানিমূলক মামলায় সাজাভোগ করছেন। ভিন্নমত দমনে নানা প্রকার কালা কানুন চালু করে মানুষের মৌলিক অধিকার হরণ করছে। ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহারের মাধ্যমে স্বাধীন মতপ্রকাশের কণ্ঠরোধ করছে।

সর্বশেষ - সারাদেশ