সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৫৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক চলছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন ম্যাক্রোঁ। এসময় টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, আজ সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসবেন হাসিনা-ম্যাক্রোঁ। প্রথমে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চামেলী হলে, পরে শিমুল হলে সীমিত পর্যায়ে একান্ত আলোচনা, এরপর করবী হলে দুই নেতার উপস্থিতিতে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। এরপর সেখানে যৌথ প্রেস ব্রিফিং করবেন শেখ হাসিনা ও ম্যাক্রোঁ। পরে টাইগার গেটে পরিদর্শন বইয়ে সই করে বিদায় নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

জানা গেছে, স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে। অস্ত্র ও উড়োজাহাজ কেনা এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা ও প্রযুক্তি হস্তান্তরসহ রোহিঙ্গা সংকটের মত ইস্যুও দুই শীর্ষ নেতার আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। সেখানে প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন তিনি।

ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে দুদিনের সফরে রোববার রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান তিনি।

রাতে ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে চলে সাংস্কৃতিক পরিবেশনা। পরে ম্যাক্রোঁ দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’র শিল্পী ও সংগীত পরিচালক রাহুল আনন্দের হোম স্টুডিও পরিদর্শন করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে দুর্বৃত্তের গুলিতে বাইকচালক নিহত

কনডেম সেলে মায়ের সঙ্গে শিশু ডে-কেয়ার সেন্টারে পরিচর্যা, করা হয়েছে খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা

ইভ্যালির ‘ধন্যবাদ উৎসব’ ২৮ অক্টোবর

ঝালকাঠিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকসহ ৩৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ধোনির চেন্নাইয়ের কাছে হারলো রোহিতের মুম্বাই

নিখোঁজের চারদিন পর পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

গরম বাড়তে পারে, ৪ বিভাগে হালকা বৃষ্টির আভাস

হামাসকে পরাজিত করা সম্ভব নয়: ইসরাইলি বাহিনী

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দুই দিনের সফরে গোপালগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার চেষ্টা অব্যাহত আছে: পররাষ্ট্রমন্ত্রী