বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নোয়াখালীতে মাদকসহ আটক ৩ জনের জেল-জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এরা হলেন, সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের মৃত আবদুর রহিমের ছেলে মো. সুমন (৪২), পদুয়া গ্রামের আবদুল করিমের ছেলে জামাল উদ্দিন (৪২) ও বানীপুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মো. মামুন (৩২)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

jagonews24

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আসামি সুমনকে ২২০ গ্রাম গাঁজাসহ আটক করে তিন মাসের, জামাল উদ্দিনকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করে দেড় মাসের এবং মামুনকে গাঁজা সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ২০০ টাকা করা জরিমানাও করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবদুর রশিদসহ কর্মকর্তারা অভিযান চালিয়ে তিনজনকে গাঁজাসহ আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা গাঁজা জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এছাড়া আসামিদের কারাগারে পাঠানোর হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত