একদফা দাবিতে আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের নয়াবাজারে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। তবে অনিবার্য কারণে নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আরও পড়ুন> খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ফখরুল
বিষয়টি অবহিত করে এবং ধোলাইখালে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ আজ, রোববার সমাবেশ করছে বিএনপি। ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসক। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়। এরই মধ্যে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তাকে বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।