মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে আসছেন নেতা-কর্মীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ

‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ যোগ দিতে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেরানীগঞ্জে আসতে শুরু করেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টায় কেরানীগঞ্জের জিনজিরা পুরাতন বাসরোড এলাকায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই ‘শান্তি ও উন্নয়ন সমাবেশের’ আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকে বাসরোড সড়ক দিয়ে যান চলাচল সীমিত করা রয়েছে।

বিএনপিকে ‘সঠিক পথে’ আসতে সময় বেঁধে দিল আওয়ামী লীগ

সরেজমিনে দেখা গেছে, আজ সকালেই সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়। ঢাকার কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, সাভার ও ধামরাই থেকে সমাবেশস্থলে দলীয় নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন। মঞ্চের সামনের সড়কে কয়েক শ প্লাস্টিকের চেয়ার বসানো হয়েছে। এদিকে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিয়োজিত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে আরও বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এতে প্রধান বক্তা থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

বিএনপি ঢাকায় কী কর্মসূচি নেয়, নজরে রাখবে আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান বলেন, দুপুর থেকে ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে আসছেন। বেলা তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। আশা করছেন সমাবেশে কমপক্ষে লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম ঘটবে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর বলেন, আওয়ামী লীগের সমাবেশে নিরাপত্তার জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জিনজিরা বাসরোড ও কদমতলী জনি টাওয়ার এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ