মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেও পাকিস্তানের সঙ্গে ঝামেলা কম করলো না ভারত। বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের ভিসা নিয়েও জটিলতা সৃষ্টি করেছিলো তারা। অবশেষে বিশ্বকাপ খেলতে যাওয়ার ৪৮ ঘণ্টার কম সময়ের আগে ভারতের ভিসা পেলো বাবর আজমরা।

ভারতের ভিসা হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের- খবরটা চাউর হওয়ার পরই বিস্ময় তৈরি হয়। এ নিয়ে পিসিবির পক্ষ থেকে হতাশার কথা জানিয়ে আইসিসির কাছে চিঠি লিখা হয়। এরপরই ভারতের ভিসা পেলেন বাবর আজমরা।

অথচ, বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর ক্রিকেটারদের ভিসা হয়ে গিয়েছিলো অনেক আগেই। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের পাসপোর্ট আটকে ছিলো ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে। আজই বাবর আজমদের দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।

ভিসা না হওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইসিসি বরাবর অভিযোগ জানিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের পরই পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিয়েছে ভারত। আইসিসি থেকেই এ নিশ্চয়তা দেয়া হয়েছে।

এর ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজই দুবাইয়ে হয়ে আগামীকালই হয়তো ভারতের হায়দরাবাদে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। যদিও ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে দুবাইতে পাকিস্তান দলের কিছু কার্যক্রম কমিয়ে আনা হয়েছে।

ভারত সরকারের এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ক্রিকেটারদের ভিসা ইস্যু করার ব্যাপারে নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে। ভিসা দেয়ার প্রক্রিয়া চলমান। সোমবার সন্ধ্যার মধ্যেই পিসিবি ভিসা পেয়ে যাবে।’

পাকিস্তান দলের পরিকল্পনা ছিল- ‘টিম বন্ডিং’য়ের জন্য দু’দিন দুবাই থাকবে। কিন্তু সে পরিকল্পনা আপাতত বাদ দিতে হচ্ছে তাদেরকে। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ রয়েছে পাকিস্তানের।

ভিসা পাওয়ায় আজই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়তে পারে পাকিস্তান। তবে গতকাল অফিস সময় শেষেও ভিসা না পাওয়ায় ঝুঁকির মুখে ছিল তাদের নতুন সফর পরিকল্পনাও। দুবাইয়ে ‘টিম বন্ডিং’ না হলেও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ভারতে পৌঁছাতে পারছেন বাবররা।

সর্বশেষ - সারাদেশ