বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ধর্ষিতা কিশোরী সাহায্যের জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে, কেউ এগিয়ে আসেনি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

ধর্ষণের শিকারের পর সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছেন এক কিশোরী। কিন্তু কেউ তাকে কেউ সাহায্য করেনি। ভারতের মর্মান্তিক সামাজিক অবক্ষয়ের এই চিত্র ধরা পড়েছে দেশটির মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধর্ষিতা ওই কিশোরী অর্ধনগ্ন ছিলেন। তার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। ওই অবস্থায় সাহায্য চাইলে এক ব্যক্তি ওই কিশোরীকে তাড়িয়ে দেন। শেষ পর্যন্ত তিনি একটি আশ্রমে সাহায্য পান। আশ্রমের পুরোহিত তাকে তার পোশাক দিয়েছিলেন এবং পুলিশকে ফোন করেন। তার ফোনের ২০ মিনিট পরে পুলিশ আসে এবং কিশোরীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে উজ্জয়নের পুলিশ প্রধান শচীন শর্মা বিষয়টি অস্বীকার করে জানান, বাসিন্দারা ওই কিশোরীকে অর্থ দিয়ে সাহায্য করেছিল।

তিনি বলেন, ‘এখানে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তিনি যে এলাকার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানকার লোকেরা তাকে সাহায্য করেছিল। কেউ তাকে ৫০ রুপি, অন্যরা রুপি দিয়েছে। সে পথে একটি টোল বুথ পার হয়েছিল। সেখানকার কর্মীরা তাকে রুপি এবং কিছু কাপড় দিয়েছে।’

সর্বশেষ - সারাদেশ