বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

খালেদা জিয়ার থাকার কথা কারাগারে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার থাকার কথা কারাগারে, বাইরে থাকার কথা নয়। তিনি শাস্তিপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী সাজা স্থগিত রেখে বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে ‘কনফেডারেশন অব ফিল্ম, টিভি অ্যান্ড ডিজিটাল মিডিয়া প্রফেশনালস’ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাঁর (খালেদা) সঙ্গে নিয়মিত দেখা করেন, যোগাযোগ করেন এবং তাঁর দলের নেতারাও যান। এটি শেখ হাসিনার একটি বড় মহানুভবতা। মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতাদের শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ওনারা বুঝি সেটি টের পাচ্ছেন না যে প্রধানমন্ত্রী কী রকম মহানুভবতা দেখিয়েছেন। তাঁকে বাইরে থাকার ব্যবস্থাটা যদি বাতিল করা হয়, তখন সম্ভবত তাঁরা টের পাবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকলে শেখ হাসিনার প্রতি মহানুভবতা দেখাতেন না। যেখানে তাঁর বাড়ির সামনে গিয়ে শেখ হাসিনা দাঁড়িয়ে থাকার পর দরজা খোলেননি, যেখানে ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও তিনি কেক কাটেন, যেখানে ২০০৪ সালে গ্রেনেড হামলার পর সেটা নিয়ে হাস্যরস করেন, সেখানে খালেদা জিয়া এ ধরনের সহানুভূতি দেখাতেন না, সেটা খুবই স্পষ্ট।’

বিদেশে দেশবিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে বিএনপির “পেইড এজেন্টরা” নানা গুজব ছড়াচ্ছে। কয়েক দিন আগে গুজব ছড়িয়েছিল যে ব্যাংকে টাকা নেই, এ জন্য হুড়মুড় করে ব্যাংক থেকে টাকা তুলে ফেলার হিড়িক শুরু হয়েছিল। এই গুজবগুলো সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তবে এতে তাদের কোনো লাভ হচ্ছে না। আমরা গুজব নিয়ন্ত্রণে কাজ করছি।’

বিএনপির বিভিন্ন সমাবেশে গোলযোগ নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দেখুন, বিএনপি যেখানে সমাবেশ করে সেখানে নিজেরাই মারামারি করে, চট্টগ্রামে দুই গ্রুপ মারামারি করেছে, মারামারি করে ওদের পার্টির অফিস ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটছে। আর যে সমাবেশগুলোর মাধ্যমে তারা সরকারকে টেনে নামানোর কথা বলছে, সরকারের পদত্যাগ চাওয়া হচ্ছে, সেখানে সরকার নিরাপত্তা বিধান করছে, যাতে তাদের সমাবেশে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়। কিন্তু মাঝেমধ্যে তারাই পুলিশের ওপর চড়াও হয়।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাসের বাসায় বিএনপি নেতারা

পাকিস্তানে সংসদ ভেঙে দেওয়া হলেও পিছিয়ে যাচ্ছে নির্বাচন

এইচএসসি পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ জরুরি

নির্বাচন কমিশন ভোটারদের সঙ্গে তামাশা করেছে: হারুন

বাংলাদেশ ব্যাংক-ইআরএফ বৈঠক ঋণ পুনঃতফসিলে ক্ষমতার অপব্যবহার রোধের পরামর্শ

সাঈদ খোকন মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনে ঢাকাবাসীর দুঃখ মোচন হয়েছে

‘শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে জাতিকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দেবেন ’

নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন এমপি খসরু

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর