রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ক্ষেতেই পচছে ফুলকপি-বাঁধাকপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৮, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরামপুরে টানা বৃষ্টিতে ফুলকপি ও বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। এতে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। তবে কৃষি বিভাগের দাবি, অতিবৃষ্টির কারণে এমনটা হয়েছে। ওষুধ ব্যবহার করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার উপজেলায় ১১৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। সম্প্রতি টানা কারণে ফুলকপি ও বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে।

biram-(1).jpg

উপজেলার মাহমুদপুর মাঠে গিয়ে দেখা যায়, দিগন্ত বিস্তৃত শসা, করলা, ফুলকপি, বাঁধাকপি ও বেগুনসহ নানা সবজির ক্ষেত। কয়েকদিনের বৃষ্টিতে পাতাকপির গোঁড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে। কিছু পাতা পচে যাচ্ছে। তবে অন্য সবজিগুলো ভালো রয়েছে।

এসময় কৃষক আবুল হোসেন বলেন, এবার ২০ শতাংশ জমিতে পাতাকপি চাষ করেছি। কয়েকদিনের বৃষ্টিতে পাতাকপির গোঁড়ার পাতাগুলো লাল হয়ে গেছে। কৃষি অফিসের লোকজন এসে বালাইনাশক স্প্রে করতে বলেছেন। এখন দেখা যাক কী হয়।

biram-(1).jpg

জাহিদুল ইসলাম নামের আরেক কৃষক জানান, এবার আমি ১৪ শতাংশ জমিতে বরবটি ও ১২ শতাংশ জমিতে বেগুন চাষ করি। এরমধ্যে বরবটির সব গাছের পাতা হলুদ বর্ণ হয়েছে। বেগুনের চারা হালকা বাতাসে মাটিতে পড়ে গেছে। এবার সব সবজিতেই আমার বড় লোকসান গুনতে হবে।

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। কৃষকদের ওষুধ প্রয়োগ করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত