রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগ নেতা বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৮, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুলকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কৃষক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত পত্রে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের গত ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলন শেষে রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর ৩ আসনের এমপি আব্দুল ওদুদ এমপির বাড়িতে হামলা চালানোর ভিডিও ফুটেজসহ অভিযোগ হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোন উত্তর দেননি। এছাড়াও বিগত রমজান মাসের ২৭ রমজান যুবলীগ নেতা খাইরুল ইসলাম জেমকে প্রকাশ্য দিবালোকে হত্যার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক)  ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ওই মামরায় তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ - সারাদেশ