সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সুইডিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে: শাহরিয়ার আলম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৯, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা ইয়ান্স বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইডেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর ডায়ানা ইয়ান্স সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সোমবার দুপুরে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক হয়।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সুইডেনের প্রত্যাশার কথা জানতে দেশটির প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আর এটার বিষয়ে দায়দায়িত্ব হচ্ছে সরকারের।’

ডায়ানা ইয়ান্স আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে। এ দুই দেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় এবং পারস্পরিক সম্পর্কের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘সুইডেনের মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তিনি জানতে চেয়েছেন, আমাদের আগামী নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি? আমি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগের দুই বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে সময়ের প্রেক্ষাপট এবং ২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা বলেছি। ২০১৪ সালের নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দলের বর্জন করা এবং নির্বাচন বানচালের চেষ্টা; পাশাপাশি যে ঘটনাপ্রবাহ ছিল, জ্বালাও–পোড়াও হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, সেসব জানিয়েছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে কিছু রাজনৈতিক দল এলেও নেতৃত্বের অভাবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকেনি। তারা এখনো অপচেষ্টা করে যাচ্ছে। নির্বাচন কমিশনে যে নতুন আইন হয়েছে, সে বিষয়েও সুইডেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছি। পাশাপাশি ইউরোপের সহায়তায় ছবিসহ ভোটার কার্ড করায় আমাদের নির্বাচনে সুবিধা হয়েছে এবং সামনে নির্বাচনপ্রক্রিয়া আরও সহজ করতে সুইডেন সরকারের সহযোগিতা কামনা করেছি।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

ইসরায়েলি বন্দী মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব মেনে নিল হামাস

ছেলেমেয়েদের কম বয়সে বিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপচয়: প্রতিমন্ত্রী রিমি

অফিসের লাকি ড্রতে জিতলেন পুরো বেতনসহ এক বছরের ছুটি

ফেসবুকে পাওয়া সহায়তার টাকায় ধুমধামে সুপ্তির বিয়ে

কোনো কোনো দেশ পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসীদের মদদ দেয়: মোদি

আবহাওয়ার খবর: ২৩ এপ্রিল ২০২৩

মানবতাবিরোধী অপরাধ খুলনার ৯ আসামির যুক্তিতর্ক উপস্থাপন ৬ নভেম্বর

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বিএসএমএমইউ উপাচার্য সিটিস্ক্যান করলে টাকা পাওয়া যায়, এ মানসিকতা পরিহার করুন