বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এ সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো—

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত: অনলাইনে অপতথ্যের ছড়াছড়ি

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত: অনলাইনে অপতথ্যের ছড়াছড়ি

# যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ বৃহস্পতিবার ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
# ব্লিঙ্কেন এরপর কাতার সফর করবেন। সেখানে তিনি গাজায় হামাসের হাতে জিম্মি থাকা নারী ও শিশুদের মুক্ত করা নিয়ে সমঝোতার চেষ্টা চালাবেন বলে খবর রয়েছে। অবশ্য ইসরায়েল এসব খবর নাকচ করেছে।
# ইসরায়েল বলেছে, হামাস জিম্মি করা ব্যক্তিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় গ্যাস, পানি, খাবার ও বিদ্যুৎ দেওয়া হবে না। গত শনিবার হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত দেড় শ ব্যক্তিকে ধরে নিয়ে জিম্মি করেছেন।
# ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ এই প্রথম দেশটিতে হামাসের হামলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শনিবারের ওই হামলা ঠেকাতে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন তিনি।
# ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। অপর দিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ।
# গাজায় ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সর্বশেষ - সারাদেশ