কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুই মাছ ধরার নৌকার সংঘর্ষে কাঞ্চন মিয়া (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রোদার পুড্ডা এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক জেলে আহত হয়েছেন। কাঞ্চন মিয়া উপজেলার রোদার পুড্ডা এলাকার মহিজ মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাওর থেকে মাছ ধরা শেষে উপজেলার রোদার পুড্ডা এলাকায় মাছ ধরার দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে এক জেলে নিখোঁজ হয়। এ ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল পাঠানো হয়েছে। উদ্ধারের কাজ চলছে।