শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন আজ, থাকছে যেসব সুযোগ-সুবিধা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৬:৫২ পূর্বাহ্ণ

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন হবে আজ। ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট সংলগ্ন নবনির্মিত বার কাউন্সিল ভবন ঘিরে রয়েছে প্রাকৃতিক নৈসর্গের ছোঁয়া।

১৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন ও আইটি সেকশন।

এছাড়া আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ। একই সঙ্গে শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থার পাশাপাশি টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল সুবিধা রয়েছে ভবনটিতে।

সুউচ্চ এ ভবনে ৪টি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগারসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে সাবস্টেশন ও জেনারেটর।

এদিকে, বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আইনজীবী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২১ অক্টোবর) সকালে এ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারাদেশ থেকে আগত আইনজীবীরা এ মহাসমাবেশে অংশ নেবেন।

সর্বশেষ - সারাদেশ