রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সড়ক ধসে খালে, ভারী যানচলাচল বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটি-মোল্লারহাট আঞ্চলিক সড়কের দুটি জায়গা ধসে গেছে। এতে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে হালকা যানবাহন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন তাফালবাড়ি এলাকায় ভাঙনে রাস্তার বড় একটি অংশ খালে চলে গেছে। এতে ওই রুটের ঢাকাগামী বাস ও পণ্য পরিবহনের ভারী যানবাহল চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে খাল ও বনবিভাগের বড় গাছপালা থাকায় কারণে টানা বর্ষণ হলেই সড়কধসের ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীর।

অটোরিকশাচালক আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ঝুঁকি নিয়ে ভয়ে গাড়ি চালাই। মাঝে মধ্যে ভাঙা স্থানে ট্রলি ও মাহিন্দ্রা আটকে যানবাহন চলাচল বন্ধ থাকে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’

ব্যবসায়ী লিটন মোল্লা জানান, এ সড়কটি উপজেলার প্রধান সড়ক। সড়কটি ব্যবহার করে প্রতিদিন নলছিটি, বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলার ১০ হাজারেরও বেশি মানুষ চলাচল করে। সড়কঘেঁষে পৌরসভার শিতালপাড়া থেকে সুবিদপুর ইউনিয়নের শের-ই-বাংলা বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জায়গায় সরকারি খাল, সড়কের পাশে বড় গাছপালা ও কয়েকটি বাণিজ্যিক মাছের খামার রয়েছে। এতে কিছুদিন পরপরই সড়কের বিভিন্ন জায়গা ধসে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

এ বিষয়ে ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হুমাউন কবীর বলেন, ভারী বৃষ্টিতে নলছিটি-মোল্লারহাট সড়কের একই এলাকায় দুই জায়গা ধসে পড়েছে। একটির সংস্কার কাজ সম্পূর্ণ শেষ করার আগেই পার্শ্ববর্তী এক কিলোমিটার এলাকার মধ্যে আরও একটি স্থান ধসে খালে চলে গেছে।

তিনি বলেন, ভাঙনকবলিত জায়গার গাছ সরানোর কাজ চলছে। আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করা হবে।

সর্বশেষ - সারাদেশ