বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল আজ বাস্তব।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বেলজিয়াম সফরে রয়েছেন। তার বুধবারের প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের অপেক্ষায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আরও বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। এসব অবকাঠামো বাংলাদেশের অগ্রযাত্রার মুকুটে নতুন নতুন স্বর্ণপালক যুক্ত করেছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর মাধ্যমে জনগণ বহুমুখী সুফল পাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রার গতি রোধ করতে বহির্বিশ্বে ও বাংলাদেশে একটি চক্র ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ চক্রের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা কাজ করছে। দেশের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলার জন্য এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এবং অনলাইন মিডিয়াতে নিয়মিতভাবে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ এবং কনটেন্ট প্রচারের বিষয়ে কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সংবাদ মাধ্যমকে অবহিত করছে। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব যেকোনো গুরুত্বপূর্ণ সফর, সভা এবং সাম্প্রতিক বিষয় নিয়ে নিয়মিত সাংবাদিকদের ব্রিফ করছেন। পাশাপাশি জনকূটনীতি অনুবিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন: ফেসবুক ও টুইটারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মিডিয়াসহ বিশ্ববাসীকে অবহিত করছে। এ সম্পর্কিত প্রেস রিলিজও যথাসময়ে মিডিয়ায় পাঠানো হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ