আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি ঢাকার রাজপথে যদি আগুন সন্ত্রাস করে তাহলে তাদের ঢাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হোস্টেল মাঠে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
মায়া চৌধুরী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আর এটি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অবাদ ও সুষ্ঠু হবে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। আমরা শুধু জনগণের ভোট প্রার্থনা করছি। আপনারা নৌকায় ভোট দিবেন। কারণ নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। শেখে হাসিনা সরকার যে উন্নয়ন করেছে তা কেউ আর করে দেখাতে পারবে না।
এ সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।