ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গুড লাক স্টেশনারির পক্ষ থেকে আয়োজন করা হয় ‘গুডলাক বাংলাদেশ’ উইশ ক্যাম্পেইন।
ক্যাম্পেইনের শর্ত ছিল গুড লাক কলম দিয়ে বাংলাদেশ টিমকে উইশ করে সেই উইশের ছবি তুলে গুড লাকের ফেইসবুক পেজে পোষ্ট করা। ক্যাম্পেইনে ব্যাপক সাড়া মেলে। প্রায় ৫হাজার জনের মধ্য থেকে ভাগ্যবান ১২জন বিজয়ী নির্বাচন করা হয়।
বিজয়ীদের জন্য ছিল মাঠে গিয়ে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। সামাজিক মাধ্যমের পাশাপাশি দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় গিয়ে উইশ কার্ডের মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম কে উইশ করে শিক্ষার্থীরা জিতে নেয় আকর্ষণীয় পুরস্কার।