আজ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বৌদ্ধবিহার গুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রাজবন বিহারে বিভিন্ন দানানুষ্ঠান হয়। এ সময় প্রবারণা পূর্ণিমাতে রাজবন বিহারের পুণ্যার্থীর ঢল নামে।
ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলসূত্রপাঠ, বুদ্ধপুজা, পঞ্চশিল প্রার্থনা, মহাসংঘদান, প্রদীপ পূজা, হাজার বাতি দান, ফানুস দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পালন করা হয়।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় হাজার হাজার পুণ্যার্থী সাধু সাধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণ।
রাঙ্গামাটি রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেন- চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ অন্য নেতারা।
সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা শেষ হবে।