শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ‘দুপুরের পর গাড়ি বন্ধ করে দেব, না হয় তেলের টাকাও উঠবে না’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ৬:২২ পূর্বাহ্ণ

রাজধানীতে মহাসমাবেশকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ড অংশে কমে গেছে যানবাহনের চলাচল। অন্যদিনের তুলনায় সড়কে যানবাহন নেই বললেই চলে। শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে মহাসড়ক বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এ ছাড়া বিভিন্ন দল যারা যুগপৎ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে কমে গেছে যান চলাচল।

অন্যদিকে আনোয়ারা কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি রিজার্ভ নিয়ে গেছে। মাঝে মধ্যে দুএকটি গাড়ি চলাচল করলেও অন্যদিনের তুলনায় অনেক কম। সড়কে লোকজনও তেমন চোখে পড়েনি।

লেগুনা চালক মোহাম্মদ মামুন বলেন, আজ রাস্তায় গাড়ি চলাচল অন্যদিনের তুলনায় কমে গেছে। তেমন যাত্রীও নেই। সকালে বড় দারোগাহাট থেকে মিরসরাই সদর পর্যন্ত খালি আসতে হয়েছে। মাত্র ৭০ টাকা ভাড়া পেয়েছি। অথচ অন্যদিন এই জায়গায় আসা পর্যন্ত ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া পাই। দুপুরের পর গাড়ি বন্ধ করে দেব। না হয় ইনকাম তো দূরে থাক, তেলের টাকাও উঠবে না।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকাল থেকে মহাসড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। তবে শনিবার ছুটির দিন হওয়ায় গাড়ি চলাচল কম থাকে। অনেক গাড়ি রিজার্ভ চলে যাওয়ার কারণেও এমন হতে পারে।

সর্বশেষ - সারাদেশ