একটু পেছনে ঘুরে সময়টা যদি কয়েক বছর আগে নেওয়া যেত। তাহলে ফুটবল ভক্তরা আজ উত্তেজনায় টগবগ করতো। বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ যে আজ মাঠে গড়াচ্ছে। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো আজ। আজকের ম্যাচের স্বাগতিক বার্সেলোনা।
১৮৯তম এল ক্ল্যাসিকো এটি। পয়েন্ট টেবিলে দারুণ অবস্থায় থেকে চির প্রতিদ্বন্দ্বী দল দুটো একে অপরের মুখোমুখি হচ্ছে। ১০ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫। ঠিক এক পয়েন্ট নিয়ে পরের স্থানে বার্সেলোনা।
দুই দলের ম্যাচে জয়ের সম্ভাবনা ৫০-৫০। অন্তত এবারের লিগ লড়াইয়ের পারফরম্যান্স তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। রিয়াল মাদ্রিদ ১০ ম্যাচে ২১ গোল করেছে, বার্সেলোনার গোল সংখ্যা ২২। তবে রক্ষণভাগে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা গোল হজম করেছে ১০টি, রিয়ালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষ সাত গোল করেছে।
লিগ শিরোপা নির্ধারণ হতে অনেক অনেক পথ এখনো পাড়ি দিতে হবে। তবে আজকের ম্যাচে জয়ী দলকে পয়েন্ট টেবিলে যেমন অনেকটা এগিয়ে দেবে তেমনি মানসিকভাবেও।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আজকের ম্যাচের একাদশ গড়তে তাদের যুব একাডেমির ওপর নির্ভর করতে হচ্ছে। কেননা ইনজুরির কারণে একাধিক নিয়মিত খেলোয়াড় মাঠে নামতে পারবেন না। অবস্থা এমন যে, রক্ষভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগ- সর্বত্র ইনজুরিতে নাজুক অবস্থা বার্সেলোনার।
তরুণ খেলোয়াড়রা অবশ্য বার্সেলোনাকে হতাশ করছে না। গত ম্যাচে দলটির ১৭ বছর বয়সী মার্ক গুই গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। অভিষেক ম্যাচে মাঠে নেমেই মাত্র ৩৩ সেকেন্ডে গোলের দেখা পান তিনি।
বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে না থাকলেও এখনো অপরাজিত তারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এরই মধ্যে এক ম্যাচে হেরছে।
রিয়াল মাদ্রিদের জুডে বেলিংহাম এখন পর্যন্ত লা লিগায় গোলদাতাদের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। ৮ গোল করা বেলিংহামের এটা প্রথম এল ক্ল্যাসিকো। ফলে দারুণ উত্তেজনা বোধ করছেন, তবে মোটেও ভয় পাচ্ছেন না। এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি সত্যিই এ ম্যাচ নিয়ে উত্তেজনা বোধ করছি। তবে ভীত নই। আমি এরই মধ্যে উত্তেজনাপূর্ণ একাধিক ম্যাচ খেলেছি। হয়তো সে সব ম্যাচ এটার মতো বড় নয়। যাহোক এ ম্যাচে মাঠে নামার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।