শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাতভর অভিযানে বেতাগীতে বিএনপির ২ নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ

বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম নুরুল ইসলাম পান্না ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টেবার) দুপুরে তাদেরকে বরগুনায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতেও রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ।

তবে পুলিশের দাবি, রুটিন মাফিক আসামিদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পুরানো মামলায় তাদের আটক করা হয়। কিন্তু বিএনপি নেতাদের ভাষ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাধা এবং হয়রানি করতে তাদের আটক করা হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে পৌরশহরের বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। সেই মামলায় ওই দুইজনকে আটক করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে কোনো নেতাকর্মীকে হয়রানি করা হয়নি বলে তিনি দাবি করেন।

সর্বশেষ - সারাদেশ