রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

উড়ছে আর্সেনাল, ডুবছে চেলসি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে আর্সেনাল। শনিবার রাতে দলটি গোল উৎসব করছে। আর্সেনাল নিজেদের মাঠে শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে। একই রাতে ডুবেছে সাবেক চ্যাম্পিয়ন চেলসি। ব্রেন্টফোর্ডের কাছে নিজেদের কাছে ০-২ গোলে হেরেছে তারা।

গোল করাটা ভুলেই গিয়েছিলেন ইডি এঙ্কেটিয়াহ। লিগের প্রথম তিন ম্যাচে দুই গোল করার পর গোল খরায় ভুগছিলেন। একের পর ম্যাচ পার হচ্ছিল কিন্তু স্কোরশিটে নাম উঠছিল না। অবশেষে শনিবার রাতে গোলের দেখা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, গোল উৎসব করেছেন। দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। মাত্র আধা ঘন্টায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ২৮ মিনিটে প্রথম গোল করার পর ৫০ ও ৫৮ মিনিটে পরের দুই গোল করেন। আর্সেনালের হয়ে অন্য গোল দুটো করেন ফ্যাবিও ভিয়েরা ও তাকেহিরো তোমিয়াসু।

এ জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ভালোভাবে ধরে রেখেছে। ১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট তাদের। টটেনহাম হস্পার ২৬ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ২১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে। তারা একটা ম্যাচ কম খেলেছে।

এদিকে চেলসি ডুবছে তো ডুবছে। তাদের মাঠ থেকে ব্রেন্টফোর্ড জয় নিয়ে ফিরেছে। ইথান পিনক ৫৮ মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ সময়ে ব্রায়ান দলের জয় নিশ্চিত করেন।

এ হারের ফলে পয়েন্ট টেবিলে চেলসির অবস্থা বেশ নাজুক। শীর্ষ দশ থেকে ছিটকে গেছে তারা। ১০ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১২। এ মৌসুমে তারা মাত্র তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে। হেরেছে চার ম্যাচে। চেলসিকে এ ম্যাচে হারিয়ে ব্রেন্টফোর্ড ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে। চেলসি একাদশ স্থানে।

সর্বশেষ - সারাদেশ