বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে তোয়াক্কা করেই ঢাকা-সিলেট মহাসড়কে চলছে দুরপাল্লার পরিবহন। এছাড়া নাশকতা এড়াতে সড়কে রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৯ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে ভৈরব দুর্জয় মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতই কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য জড়ো হচ্ছেন এবং তাদের যার যার গন্তব্যের যাচ্ছেন।
এছাড়া দেখা যায়, ঢাকার উদ্দেশ্যে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসছে এনা, লাবিব, কাজী পরিবহনসহ বিভিন্ন বাস। তবে রাজধানী থেকে কোনো যাত্রীবাহী বাস আসতে দেখা যায়নি।
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। তবে এর মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দুরপাল্লার পরিবহনের পাশাপাশি সিএনজিসহ অন্যান্য সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। সড়কে রিকশা, সিএনজি, অটোরিকশা, পিকআপ ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলতে দেখা গেছে।
ইমন মিয়া নামে এক যাত্রী বলেন, আমার বাবাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য হরতালের মধ্যেই ঝুঁকি নিয়ে বের হয়েছি। তবে মনের মধ্য কিছুটা আতঙ্ক কাজ করছে।
এদিকে দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকার পুলিশ বক্স সংলগ্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের টোল-চেয়ারে বসে খোশগল্পে মেতে থাকতে দেখা গেছে।