বিএনপি-জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে, জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব।
রোববার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে হরতালে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জোরদারে বিজিবি মোতায়েন রয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকায় বিজিবি টহল দিচ্ছে।