চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ মো. ইসমাইল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার ইসমাইল নগরীর আকবর শাহ থানার নোয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইসমাইল নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পিস্তলটি স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হতো। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।