মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫০

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘উত্তর (গাজা) উপত্যকার জাবালিয়া শিবিরে একটি বিশাল এলাকাকে লক্ষ্য করে ইসরায়েলি গণহত্যায় ৫০ জনেরও বেশি শহীদ ও প্রায় ১৫০ জন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে ডজনখানেক মানুষ চাপা পড়েছে।’

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের পরিচালক জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবির ইসরায়েলি বোমাবর্ষণে ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে।

আহমেদ আল-কাহলুত খান ইউনিসের একটি হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এই ভবনগুলোতে শত শত নাগরিকের বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে এই জেলাটিকে ধ্বংস করেছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট সর্বশেষ গণহত্যা।’

তিনি বলেন, ‘খুব দেরি হওয়ার আগেই ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই হামলাকে ‘রক্তাক্ত গণহত্যা’ বলে বর্ণনা করেছে।

 

সর্বশেষ - সারাদেশ