বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে এক হাজার ৮৮৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত- এই ১০ দিনে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীতে গত ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এক হাজার ৮৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির আট বিভাগে ৫০টি থানায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ৪৫৪ জনকে এবং ওয়ারী বিভাগ থেকে ৪৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে সোমবার রাজধানী থেকে ১৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এদিন নতুন করে রাজধানীর মতিঝিল, রমনা ও বংশাল থানায় তিনটি মামলা হয়েছে।