বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন স্পটে সতর্ক পাহারায় আওয়ামী লীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। এদিন রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় সতর্ক পাহারায় আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির বিভিন্ন ইউনিটসহ সহযোগী সংগঠনের নেতারাও অবস্থান নিয়েছে মোড়ে মোড়ে। বুধবার সকাল ১০টার পর থেকে দলটির নেতাকর্মীরা অবস্থান নেয়।

বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়েও অবস্থান নেয় দলটির মহানগর ও কেন্দ্রীয় নেতারা।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মোদশেদ কামাল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ আরও অনেকে।

রাজধানীর তাঁতিবাজার মোড়, বংশাল, যাত্রাবাড়ী মোড়, লালবাগ, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

রাজধানীর বিভিন্ন স্পটে সতর্ক পাহারায় আওয়ামী লীগ

এছাড়া বিএনপির-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জিপিও ঘুরে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এসে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ কেন্দ্রীয় কমিটি ও মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যাত্রাবাড়ীসহ ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। কর্মসূচিতে ঢাকা-৫ আসনের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

কামরুল হাসান রিপন বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে আছি। ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছি। সতর্ক আছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ